দ্য ওয়াল ব্যুরো: আর এক বছর বাকি। ২০২৬–এর বিশ্বকাপ (FIFA World Cup 2026) শুরু হবে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র (United States), কানাডা (Canada) ও মেক্সিকোতে (Mexico)। ইতিহাসে প্রথমবার। এবার দলও থাকছে রেকর্ড ৪৮টি। তাই টিকিটের চাহিদা আকাশছোঁয়া। ফুটবলপ্রেমীরা গুনছে সময়—কবে শুরু হচ্ছে টিকিট বিক্রি (Ticket Sale)? কীভাবে লেখাতে হবে নাম? কত দাম গুনতে হবে?
চলুন, সহজ ভাষায় দেখে নেওয়া যাক, কীভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট!