দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদে শিশু বিক্রি হচ্ছে ৪০ লাখে! এক ফার্টিলিটি সেন্টারকে ঘিরে চাঞ্চল্যকর শিশুবিক্রি চক্রের পর্দা ফাঁস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজর দিয়েছে ওই ক্লিনিক-ইউনিভার্সাল 'সৃষ্টি ফার্টিলিটি সেন্টার' এবং এর প্রতিষ্ঠাতা ডঃ এ. নম্রতার আর্থিক লেনদেনের দিকেও।
ইডি সূত্রে খবর, পুলিশি গ্রেফতারির পর ওই চিকিৎসককে আর্থিক তছরুপের অভিযোগে জেরা করেছে সংস্থা। তদন্তকারীদের দাবি, প্রায় এক দশক ধরে এই ক্লিনিকের মাধ্যমে প্রতারণা, বেআইনি সারোগেসি আর নবজাতক বিক্রির ব্যবসা চলছিল।
#REL