দ্য ওয়াল ব্যুরো: নবরাত্রিতে হায়দরাবাদ থেকে উদ্ধার হল প্রায় ৪০০ কেজি গাঁজা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটির কাছে মাদকবিরোধী এই বড়সড় অভিযান চালায় রাচাকোন্ডা নারকোটিক্স পুলিশ এবং রিজিওনাল নারকোটিক্স কন্ট্রোল সেল, তেলঙ্গানা খাম্মাম EAGLE উইং।