দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) রাচাকোন্ডা কমিশনারেট এলাকায় থানার ভেতরে বসেই মদ্যপান, তারপর বমি— এমনই অভিযোগ উঠল পদস্থ পুলিশকর্তা ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) এস মল্লা রেড্ডির বিরুদ্ধে। অভিযোগ আরও গুরুতর, বমি করার পর তিনি নিজে পরিস্কার না করে কর্মীদের দিয়েই তা পরিষ্কার করান।
সূত্রের খবর, এই ঘটনা নিয়ে জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি হওয়ার পর রাচাকোন্ডার পুলিশ কমিশনার (Police Commissioner) সুধীর বাবু তাঁকে তড়িঘড়ি বদলির নির্দেশ দেন। মল্লা রেড্ডিকে এখন স্থানান্তর করা হয়েছে তেলঙ্গানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি)-এর অফিসে।
#REL