দ্য ওয়াল ব্যুরো: কলম্বিয়ায় রাজনৈতিক নেতা, ক্রীড়া তারকা কিংবা সমাজের প্রভাবশালী ব্যক্তিত্ব—কারও জীবনই নিরাপদ নয়। মাফিয়া ও ড্রাগ কার্টেলের রক্তাক্ত রাজনীতি ও অপরাধের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। ১৯৯৪ সালের বিশ্বকাপের পর ফুটবল মাঠ থেকে শুরু হয়েছিল এই নৃশংসতার এক ভয়ংকর অধ্যায়, যা আজও শেষ হয়নি।
আন্দ্রেস এসকোবার: ফুটবল মাঠ থেকে মাফিয়ার নিশানায়