দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) শালিভাহানা নগর পার্কে সকালে হাঁটতে বেরিয়ে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন (Murder) সিপিআই নেতা চান্দু রাঠোর (CPI Leader Chandu Rathore)। মঙ্গলবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তিন থেকে চার জনের একটি দল একটি মারুতি সুইফট গাড়িতে করে পার্কে আসে। পার্কে তখন প্রায় ১২-১৩ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন। সেখানেই সিপিআই হায়দরাবাদ সিটি কমিটির সদস্য চান্দু রাঠোরের চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।