দ্য ওয়াল ব্যুরো: ভারতের ভাষা-সংস্কৃতির ধারাবাহিকতা যে চাপে পড়েছে, সে নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।
ভাগবতের অভিযোগ, ঘরে এখন বাংলা (Bangla), হিন্দি (Hindi), মারাঠি, তামিল নয়— আধা ইংরেজি-আধা মাতৃভাষার ‘মিশেল ভাষা’ চলে। তাঁর মন্তব্য, “এমনকি সন্ন্যাসীরাও কখনও কখনও ইংরেজিতে কথা বলছেন।” তবে ইংরেজি-মাধ্যম স্কুলকে একা দায়ী করতে নারাজ আরএসএস প্রধান। তাঁর বক্তব্য, পরিবারই আগে ভাষার সঠিক ব্যবহার শেখাবে। না হলে ধারটাই হারিয়ে যাবে (Mohan Bhagwat)।