শুভম সেনগুপ্ত
ভূত—শব্দটা কানের ভেতর দিয়ে মরমে ‘পশিয়ে’ যাওয়ার আগেই শিউরে ওঠে গা! অদৃশ্য কোনও শক্তি, অস্তিত্ব প্রমাণের ঊর্ধ্বে, কিন্তু গল্প পড়ে, তার চেয়েও আগ্রহভরে শুনে মানুষ মুগ্ধ হয়… যুগে যুগে। ভয় আর কৌতূহল চলে হাত ধরাধরি করে। আর এই মণিকাঞ্চনই ভূতের গল্পকে করে তোলে এতখানি জনপ্রিয়… যুগে যুগে!
বাংলা সাহিত্য তো বটেই, বাংলা ছবিতেও ভূতের উপস্থিতি বিলক্ষণ টের পাওয়া গেছে। ছেড়ে কথা বলে না রাজনীতিও। কারণে অকারণে সেখানেও ‘তেনাদের’ বিস্তর আনাগোনা।
ভোটার যখন 'ভূত'