দ্য ওয়াল ব্যুরো: ফের হার্ট অ্যাটাক (Heart Attack)। ফের অল্পবয়সীর মৃত্যু! এবার ঘটনাস্থল হায়দরাবাদ (Hyderabad)। শহরের নাগোল স্টেডিয়ামে ব্যাডমিন্টন (Badminton) খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ২৫ বছরের তরুণ। মর্মান্তিক এই ঘটনা আবারও আতঙ্ক ছড়িয়েছে সব মহলে। এত কম বয়সে পর পর হার্ট অ্যাটাকের ঘটনায় প্রশ্ন উঠছে।
মৃতের নাম রাকেশ। তিনি কাজ করতেন শহরের এক বেসরকারি সংস্থায়। তাঁর বাড়ি খাম্মাম জেলার তাল্লাডা গ্রামে। বাবা ভেঙ্কটেশ্বরলু তাল্লাডার প্রাক্তন ডেপুটি সরপঞ্চ। এই মৃত্যুর ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল।
#REL