দ্য ওয়াল ব্যুরো: হায়দরাবাদের (Hyderabad) নমপল্লি এলাকায় সাত বছর ধরে তালাবন্ধ একটি বাড়ি থেকে উদ্ধার হল মানুষের কঙ্কাল (Skeleton)। সোমবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নমপল্লি বাজারের কাছেই ওই বাড়িটি বহুদিন ধরে ফাঁকা পড়ে ছিল। সোমবার এলাকায় ক্রিকেট খেলা (Cricket) হচ্ছিল। সেই সময়ে বল ওই বাড়ির ভিতরে পড়ে। সেটি এক কিশোর আনতে গেলে তার চোখে পড়ে ওই কঙ্কাল। ঘটনার ভিডিও সে নিজের মোবাইলে তুলে ফেসবুকে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় (Viral Video)।