দ্য ওয়াল ব্যুরো: অমৃতসর থেকে সাহারসা যাওয়ার পথে গরিব রথ ট্রেনে (Amritsar–Saharsa Garib Rath Express) লেগে গেল আগুন (Fire)। শনিবার সকালে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনের কাছে ট্রেনের ১৯ নম্বর কোচটি দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে চারদিকে।
পরিস্থিতি আন্দাজ করে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেন থামান চালক। যাত্রীরা আতঙ্কিত হয়ে মালপত্র নিয়ে হুড়মুড়িয়ে ট্রেন থেকে নামেন। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর।
#REL