দ্য ওয়াল ব্যুরো: অস্ত্রোপচারের পর প্রায় অচেতন রোগিণীর শ্লীলতাহানির (Molestation) অভিযোগে চাঞ্চল্য একবালপুরের এক বেসরকারি হাসপাতালে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে হাসপাতালের এক কর্মীকে (Hospital staff)। ধৃতের নাম আব্দুল সুভান।
পুলিশ ও পরিবার সূত্রে খবর, দিনকয়েক আগে একবালপুরের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর ৩৫-এর এক মহিলা রোগিণী। রবিবার তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর অপারেশন থিয়েটার (Operation Theatre) সংলগ্ন কেবিনে রাখা হয় তাঁকে। তখন তিনি প্রায় অচেতন অবস্থায় ছিলেন।
#REL