দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজ-কাণ্ডের রেশ কাটেনি তার মধ্যেই আরও এক তৃণমূল ছাত্রনেতাকে (TMCP Leader) ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও (Viral Video), যেখানে দেখা যাচ্ছে কামারহাটির তৃণমূল ছাত্রনেতা রানা বিশ্বাস বেলি ড্যান্সারের সঙ্গে নাচছেন। শুধু তাই নয়, হাতে রয়েছে একটি গ্লাস, যা দেখে অনেকেই বলছেন সেটিতে মদ রয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, স্বল্প পোশাকে থাকা এক মহিলা বেলি ড্যান্স করছেন। তার পাশে রানা বিশ্বাস মাথার উপর গ্লাস নিয়ে নেচে চলেছেন। এই দৃশ্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল চর্চা।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের ধর্ষণকাণ্ডে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)-এর কাজকর্মে আপাতত সন্তুষ্ট নির্যাতিতার পরিবার। কলকাতা হাইকোর্টে তাঁরা স্পষ্টভাবে জানিয়েছেন, পুলিশি তদন্তের গতিপ্রকৃতি নিয়ে তাঁদের কোনও অসন্তোষ নেই। এই অবস্থায় জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবারের আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আদালতে সিল করা খামে তদন্ত সংক্রান্ত রিপোর্ট ও ১৬৪ ধারায় নির্যাতিতার গোপন জবানবন্দি পেশ করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজ গণধর্ষণকাণ্ডে (Kasba Law College Case) মনোজিৎ মিশ্র-সহ তিন অভিযুক্তকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২২ জুলাই পর্যন্ত জেলেই রাত কাটবে মনোজিতদের।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজ গণধর্ষণকাণ্ডে (Kasba Law College) মনোজিৎ মিশ্র-সহ প্রধান তিন অভিযুক্তর পাশাপাশি কলেজের নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করেছে পুলিশ। সেই রাতে সাহায্য চেয়েও রক্ষীর কাছ থেকে কোনও সহযোগিতা পাননি নির্যাতিতা ছাত্রী। তাঁর সামনে দিয়েই নির্যাতিতাকে গার্ডরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তরা, এমনই গুরুতর অভিযোগ আনা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: কসবাকাণ্ডের মধ্যেই হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়ুয়াদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক টিএমসিপি-র নেতার বিরুদ্ধে। মঙ্গলবার এর প্রতিবাদে কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। যার জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে।
দ্য ওয়াল ব্যুরো: কসবার কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তদন্ত যতই এগোচ্ছে, ততই সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবার প্রশ্নের মুখে কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের উপস্থিতি। কলেজের রেজিস্টার ঘেঁটে দেখা যাচ্ছে, ঘটনার দিন অর্থাৎ ২৫ জুন সকাল ৯টা ৫০-এ তিনি কলেজে ঢোকেন এবং ঠিক সেই সময়েই তিনি কলেজ থেকে বেরিয়ে যান! অন্তত রেজিস্টার তাই বলছে।
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের ঘটনা সামনে আসার ১২ দিনের মাথায় খুলল কসবা ল কলেজ। সকাল থেকে ছাত্রছাত্রীরা আগের মতোই আসছেন। বাইরে মোতায়েন করা রয়েছে পুলিশ। ভিতরেও পুলিশ আধিকারিকরা উপস্থিত আছেন বলে জানা যাচ্ছে। সমস্ত ক্লাসের পঠনপাঠন শুরু হয়নি। আপাতত ভর্তির দিকে বেশি ফোকাস করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) ৩ নেতা গ্রেফতার হয়েছেন। ধৃতদের মধ্যে মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী তবে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত ছিলেন। এই ঘটনায় একটি প্রশ্ন উঠে এসেছে - তৃণমূল করলেই কি চাকরি মিলবে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্য, কলেজে কলেজে এটাই চলছে। সব জায়গাতেই মনোজিতদের মতো লোকেরা রয়েছে।