দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) আইনজীবী (Lawyer) হিসেবে প্র্যাকটিস করছিলেন। তাঁকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। এবার মনোজিতের নাম বাতিল করা হল রাজ্যের আইনজীবী তালিকা থেকেও। ঘটনার ৮ দিনের মাথায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য বার কাউন্সিল (State Bar Council)।