দ্য ওয়াল ব্যুরো: কসবাকাণ্ডের মধ্যেই হাওড়ার নরসিংহ দত্ত কলেজে পড়ুয়াদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক টিএমসিপি-র নেতার বিরুদ্ধে। মঙ্গলবার এর প্রতিবাদে কলেজের বাইরে বিক্ষোভ দেখায় এসএফআই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের গ্রেফতার করে। প্রিজন ভ্যানে তোলা হয় তাঁদের। যার জেরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় কলেজ চত্বরে।