দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রিং রোডের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বিএমডব্লিউ (Delhi BMW accident) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অর্থ মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি নবজ্যোত সিং (Navjot Singh)। এই মামলায় অভিযুক্ত গগনপ্রীত কৌর (Gaganpreet Kaur) এবার জামিনের আবেদন (bail plea) করলেন। তাঁর দাবি, পুরো ঘটনাই ছিল ‘সম্পূর্ণ দুর্ঘটনাবশত’ (accidental) এবং একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত (unintentional) নয়।
গগনপ্রীতের আইনজীবীরা আদালতে জানান, তিনি দুই নাবালিকার মা, এর আগে কখনও কোনও অপরাধে জড়াননি এবং দুর্ঘটনায় তাঁর নিজের মাথায়ও চোট লেগেছে।
#REL