দ্য ওয়াল ব্যুরো: ডিএলএফ ফেজ ৩-এর একটি আবাসনে ছাদ থেকে পড়ে মৃত্যু হল ২২ বছর বয়সী এক তরুণীর। ওড়িশার গঞ্জাম জেলার বাসিন্দা বরিঞ্জি পর্বতী মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির ছাদে স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছিলেন। ছাদের ধারে বসেই মজা করে স্বামীকে প্রশ্ন করেন, ‘‘আমি পড়ে গেলে তুমি আমায় ধরতে পারবে তো?’’—এই কথার পর মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।
পর্বতীর স্বামী ডি দুর্যোধন রাও জানান, “আমি ওকে নিচে নামতে বলছিলাম। চেষ্টা করছিলাম ওকে ধরার। প্রায় দু’মিনিট ধরে ওর হাত ধরে রেখেছিলাম, সাহায্যের জন্য চেঁচিয়েছিলামও। কিন্তু কেউ ছিল না আশেপাশে। শেষমেশ ওর হাত ছুটে যায়।”
#REL