দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার (Delhi Red Fort) কাছে গাড়ি বিস্ফোরণে (Car Blast) যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, তাদের মধ্যে অন্যতম নাম শাহিন সাইদ (Shaheen Saeed)। বয়স ৪৬। পেশায় ডাক্তার (Doctor)। কিন্তু তাঁর এমন পরিবর্তন হল কী করে?
তদন্তকারীদের দাবি, জীবনের ব্যক্তিগত টানাপড়েন, দুই বিয়ে ভাঙা (Broken Marriage) এবং তৃতীয় প্রেমের (Love Relationship) সূত্র ধরেই ধীরে ধীরে তিনি জড়িয়ে পড়েছিলেন জঙ্গি সংগঠনের ছায়ায়।
লখনউ থেকে দিল্লি: এক মেধাবী ছাত্রীর যাত্রা