দ্য ওয়াল ব্যুরো: ১৯৯৩-এ ঘটা মুম্বই বিস্ফোরণ (mumbai blast 1995) থেকে শুরু করে ২০২৫-এ জম্মু-কাশ্মীরের পহেলগাম ঘটনা (Pahalgam attack) - একটা নাম উঠে আসবেই, তা হল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (Pakistan Intelligence) আইএসআই (ISI)। সূত্র মারফত খবর, ভারতের বিরুদ্ধে জঙ্গি হামলার প্রশিক্ষণ ও পরিকল্পনায় তাদের একটি গোপন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, নাম ‘এস-১’ (Pakistan’s Secret Unit S1)।
সূত্রের জোরদার দাবি, মুম্বই থেকে পহেলগাম, পর্যটকদের উপর জঙ্গি হামলা - সবেতেই এই ইউনিটের ছায়া মিলেছে।