দ্য ওয়াল ব্যুরো: ১০ হাজারের বছরের (10 Thousand Years) ঘুম ভাঙল ২০২৫ সালে! হঠাৎ জেগে উঠল ইথিওপিয়ার (Ethiopia) দীর্ঘ নিদ্রিত আগ্নেয়গিরি (Volcano)। আফার অঞ্চলের হাইলি গুবি (Hayli Gubbi) আগ্নেয়গিরি থেকে প্রায় ১০ হাজার বছর পর অগ্ন্যুৎপাত হয়েছে। আর এর জেরে বড় প্রভাব পড়তে পারে ভারতেও! দিল্লি (New Delhi) সহ উত্তর-পশ্চিম ভারতের (North West India) বাতাস দূষিত (Air Pollution) হওয়ার সম্ভাবনা প্রবল।
একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ২৩ নভেম্বর ভোরে প্রথম বিস্ফোরণ ধরা পড়ে। এই বিস্ফোরণের জেরে প্রায় ১৫ কিলোমিটার উচ্চতায় ছাই ও সালফার-ডাই-অক্সাইডের ঘন স্তর উঠে গেছে আকাশে।