দ্য ওয়াল ব্যুরো: দেশের বায়ু দূষণ (Air Pollution) নিয়ে আলোচনা উঠলে প্রথমেই সামনে আসে দিল্লির নাম। তবে মঙ্গলবার রাতে সেই দিল্লিকেও পিছনে ফেলল কলকাতা। শহরের ‘ফুসফুস’ নামে পরিচিত ময়দান (Maidan Area) এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI – Air Quality Index) ছাড়াল ৩০০-র গণ্ডি।
রাত ৮টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) আশপাশে AQI রেকর্ড করা হয় ৩৪২। একই সময়ে দিল্লিতে AQI ছিল ২৯৯।
#REL
স্বভাবতই ময়দানকে কেন্দ্র করে এই বায়ু দূষণ নিয়ে উদ্বেগ বেড়েছে। প্রশ্ন উঠছে, শীতের শুরুতেই কেন এই পরিস্থিতি আরও খারাপ হল।
দূষণ বাড়ল কেন?