দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ‘রিসিপ্রোকাল ট্যারিফ’-এর (Donald Trump Tariff policy) সময়সীমা শেষ হতে আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি নিয়ে সরগরম রাজনীতির উঠোন। এহেন পরিস্থিতিতে কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করলেন, “দেখে নিন, মোদি ওই শুল্কের সময়সীমার আগেই চুপচাপ মাথা নত করবেন।”
এই মন্তব্যের জবাবে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দেশের স্বার্থ সুরক্ষিত না হলে কোনও বাণিজ্য চুক্তিতে সই করবে না ভারত। তাঁর কথায়, “চুক্তি হওয়া উচিত উভয়পক্ষের স্বার্থ রক্ষা করে। চাপে পড়ে নয়।”