দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১১ বল! এত কম ডেলিভারিতে হাফ সেঞ্চুরি করার ইতিহাস আজ পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে হয়নি। মেঘালয়ের (Meghalaya) ব্যাটার আকাশ চৌধুরী (Akash Choudhary) লিখে ফেললেন রেকর্ডের নতুন পাতা। রণজি ট্রফির (Ranji Trophy) প্লেট গ্রুপে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বিরুদ্ধে ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেন এই ২৫ বছর বয়সি ক্রিকেটার।
আকাশের ১১ বলে অর্ধশতক আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এতদিন এই রেকর্ড ছিল ইংল্যান্ডের (England) ওয়েন হোয়াইটের (Wayne White) দখলে, যিনি ২০১২ সালে লিসেস্টারশায়ারের (Leicestershire) হয়ে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন।