দ্য ওয়াল ব্যুরো: কিছু বাঁক বদলে দেওয়া ঘটনার সূত্রপাত হয় অলক্ষ্যে, নিভৃতে। চর্চা সেভাবে দানা না বাঁধলেও যত সময় গড়ায়, ততই ভবিতব্য অমোঘ হয়ে ওঠে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার মসনদে বসার রূপরেখাও কি সেই ধারা মেনে এগিয়ে চলেছে? আজ বাদে কাল নয়তো পরশু গম্ভীরের থেকে ব্যাটন মহারাজের হাতে চলে যাওয়াটা কি একান্ত অনিবার্য?
প্রশ্ন শুনে হেসে ফেলা কিংবা নস্যাৎ করা—দুটোই খুব সহজ। কিন্তু ভারতীয় ক্রিকেটের অতীত বলছে, এভাবে প্রায় অন্তরালে থেকে হাত পাকিয়েছেন যাঁরা, তাঁদের অনেকেই বসেছেন কোচের গদিতে।