দ্য ওয়াল ব্যুরো: অর্ধদশক পুরনো এক সাক্ষাৎকারের কয়েকটি লাইন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই ঘনিয়েছে বিতর্ক—মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) নাকি খেলোয়াড়দের ঘরে বসে হুক্কা খেতে ভালোবাসতেন! ইরফান পাঠানের (Irfan Pathan) সেই জং ধরা মন্তব্যকে টেনে এনে মিম, জোকস, সমালোচনায় মেতেছে সোশ্যাল মিডিয়া।
কিন্তু প্রশ্ন থেকে যায়—এই বক্তব্য, এত শত চর্চা কি ধোনির সাফল্য, তাঁর অর্জন আর উত্তরাধিকারের নিরিখে সত্যিই প্রাসঙ্গিক?