দ্য ওয়াল ব্যুরো: ইডেন পিচ নিয়ে চলছে তীব্র সমালোচনা। ভারত–দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে তিন দিন ব্যাটসম্যানরা টিকে থাকতে হিমশিম। শুরু থেকেই টার্ন, বাউন্স, অনিয়মিত আচরণ—সব মিলিয়ে ব্যাটের চেয়ে বলই এখনও পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণ করছে।
ঠিক এই আবহে কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে (Sujan Mukherjee) আড়াল করে দায় সরিয়ে দিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর দাবি, ‘ভারতীয় টিম ম্যানেজমেন্ট যা চাইেছিল, ঠিক সেই রকম পিচই হয়েছে।’