দ্য ওয়াল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরুর আগে জল্পনা তুঙ্গে—পিচ কেমন হবে? একেবারে ‘র্যাঙ্ক টার্নার’নাকি ব্যাট-বল দুই দিকেই সমান লড়াই দেখা যাবে? এই নিয়ে অবশেষে মুখ খুললেন ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায় (Sujan Mukherjee)।
ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে তাঁর কাল দীর্ঘক্ষণ কথা চালাচালি হয়েছে। সেই কথোপকথন নিয়েই মুখ খুলে সুজন বলেন, ‘পিচ ভালো, একেবারে স্পোর্টিং উইকেট হবে। খেলার সঙ্গে সঙ্গে টার্ন আসবে, বাউন্সও থাকবে। ব্যাটার, বোলার—সবার জন্য কিছু না কিছু থাকছে এই উইকেটে!’