দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে সম্পর্ক বরাবরই গভীর। কখনও মেন্টর, কখনও ক্রিকেট ডিরেক্টর—এবার কি কোচিং ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)? এমনই ইঙ্গিত দিলেন আর কেউ নন, তিনি নিজেই।
আইপিএল ২০২৭ (IPL 2027) মরসুম থেকে দিল্লি শিবিরে নতুন ভূমিকায় দেখা যেতে পারে প্রাক্তন ভারত অধিনায়ককে। এখনও পর্যন্ত তিনি দলের ক্রিকেট পরিচালনা ও কৌশলগত পরিকল্পনার দায়িত্ব সামলেছেন, কিন্তু এবার সৌরভের কথাতেই ইঙ্গিত মিলল—কোচ হিসেবে ফের মাঠে নামার সময় হয়তো সমাগত!