দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) কি তবে আসন্ন SIR (Special Inspection Report)? বিধানসভা ভোটের আগে প্রশাসনিক তৎপরতায় জল্পনা তুঙ্গে। বুধবার সকালে নবান্ন (Nabanna) থেকে জেলা শাসকদের সঙ্গে একঘণ্টারও বেশি সময় ধরে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব মনোজ পন্থ (Chief Secretary)।
সূত্রের খবর, বৈঠক শেষে স্পষ্ট নির্দেশ— আগামী ২৯ অগস্টের মধ্যে সমস্ত শূন্যপদ পূরণ করে ইআরও (ERO) ও এইআরও (AERO) নিয়োগের রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে।
#REL