রূপক মিশ্র
কেরিয়ার পাটে যাওয়ার অপেক্ষা…
ব্যাটের গ্রিপ খানিক আলগা, স্টান্স দ্বিধাতুর, পেনাল্টি নিতে গিয়ে মানসিক উচাটন, লম্বা র্যালিতে গোড়ালিতে হ্যাঁচকা টান—সবই যখন নাছোড় মরশুমি রোগের মতো ঘুরপাক খায়, তখনই মাঠের তারকারা নিজেদের ফোকাস ময়দান ছেড়ে ঘুরিয়ে দেন অন্যত্র।