দ্য ওয়াল ব্যুরো: সীমান্তের উত্তেজনা। লাগাতার সংঘর্ষ। আর তার রেশ পড়ল বাইশ গজে। পাক বিমান হামলায় (Pakistan Air Strikes) প্রাণ হারান আটজন আফগান নাগরিক, তাঁদের মধ্যে রয়েছেন তিন তরুণ ক্রিকেটারও। আর এই নারকীয় ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন আফগান অধিনায়ক রশিদ খান (Rashid Khan)। জানিয়েছেন অসন্তোষ, খোলামেলা।