দ্য ওয়াল ব্যুরো: আফগানিস্তানের (Afghanistan) সঙ্গে শান্তি আলোচনার (Peace Talk) উদ্যোগে বড় ধাক্কা খেল ইসলামাবাদ (Islamabad)। কাবুল (Kabul) সরকার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ, আইএসআই প্রধান আসিম মালিক এবং দুই পাক সেনা জেনারেলের ভিসা বাতিল (Visa Cancel) করেছে।
স্থানীয় আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, গত তিন দিনে তিনবার এই ভিসা আবেদন খারিজ করেছে আফগান কর্তৃপক্ষ। ফলে পাকিস্তানের শান্তি বার্তা পৌঁছনোর (Truce Bid) উদ্যোগ কার্যত আটকে গেল সীমান্তেই।