দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার ভিসা (USA Visa) পেতে এবার গুনতে হবে বাড়তি টাকা। নতুন আইন অনুযায়ী, পর্যটক, ছাত্র বা কর্মসূত্রে যাওয়া ভারতীয়দের (Indian Students and Tourists) ভিসা ফি বাড়ছে অন্তত ২.৫ গুণ। এই বাড়তি ফি-এর নাম দেওয়া হয়েছে ‘ভিসা ইন্টিগ্রিটি ফি’।
গত ৪ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সই করা ‘বিগ বিউটিফুল বিল’-এ (Big Beautiful Bill) এই নতুন ফি-এর কথা রয়েছে। এই ভিসা ফি কার্যকর হবে ২০২৬ সাল থেকে।
ভিসা ইন্টিগ্রিটি ফি
এই ফি নির্ধারিত হয়েছে ২৫০ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার ৪০০ টাকা।