দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Corruption Case) ফের ধাক্কা খেল ইডি (ED)। রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী (Minister) চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট দিলেও, তা মঙ্গলবার গৃহীত হল না আদালতে। ইডি জানিয়েছে, চার্জশিট পেশ করার অনুমোদন এখনও রাজভবন (Raj Bhavan ) থেকে মেলেনি। ফলে চার্জশিট (Chargesheet) জমা পড়লেও তা কার্যত অকার্যকরই রইল।
এ দিন মামলার সাক্ষ্যগ্রহণের দিন ছিল। কিন্তু চার্জশিট আদালতের তরফে স্বীকৃতি না পাওয়ায়, শুনানি সম্ভব হল না। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ অগস্ট।
#REL