দ্য ওয়াল ব্যুরো: হাওড়া-পুরী বন্দে ভারত (Howrah-Puri Vande Bharat Exp) ট্রেনে ঘটে গেছে মারাত্মক ঘটনা। এক যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে (Death) ঢোলে পড়েন। আর এই ঘটনায় রেলের (Indian Railways) বিরুদ্ধে বিরাট অভিযোগ করেছেন সহযাত্রীরা। তাঁদের দাবি, সাহায্য চেয়েও কারও দেখা মেলেনি। টিটিই থেকে শুরু করে রেলের বাকি কর্মীরাও এগিয়ে আসেননি। সকলের দায়সারা মনোভাবের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন, রেলের সহযোগিতা পেলে হয়তো ওই যাত্রীকে বাঁচানো যেত।