দ্য ওয়াল ব্যুরো: বিহারের পূর্ণিয়ায় শুক্রবার ভোরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল অন্তত চার জনের। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে পূর্ণিয়ার জিএমসিএইচ-এ।
স্থানীয়রা জানাচ্ছে, দুর্গা মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে ফিরছিলেন কয়েকজন যুবক। এদিন ভোরে জগবনি–পাটলিপুত্র রুটের বন্দে ভারত এক্সপ্রেস তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের।
#REL