দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় রেলে আধুনিকতার ছোঁয়া লাগল আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এলাকা বারাণসী থেকে একসঙ্গে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করলেন। দেশের দ্রুত গতির ট্রেন ব্যবস্থাকে আরও বড় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রীর সফরের আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তিনি নিজে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে দেখা করেন, জেলা আধিকারিকদের সঙ্গেও দেখা করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি, অনুষ্ঠানস্থল।
#REL