দ্য ওয়াল ব্যুরো: সময় বাঁচাতে, গতি পেতে কলকাতার মানুষের ভরসা পাতাল রেল। শহরের লাইফলাইন বলা হয় যাকে। অথচ সাম্প্রতিক সময়ে এই মেট্রোই হয়ে উঠছে হাজারও অভিযোগের কেন্দ্র।
#REL
সকাল–সন্ধের ব্যস্ত সময়ে ব্লু লাইন মেট্রোয় যাত্রীদের হাঁসফাঁস অবস্থা। ঠাসাঠাসি ভিড়ের কারণে একাধিক ট্রেন ছেড়ে দিয়েও অনেককে উঠতে পারছেন না। ফলে নির্ধারিত সময়ে অফিসে পৌঁছনোই দুঃসাধ্য। মহিলা যাত্রীরা আরও খোলসা করে বলছেন—“যে মেট্রো একসময় স্বস্তিদায়ক ছিল, আজ তা দুঃস্বপ্ন।”