দ্য ওয়াল ব্যুরো: দেশের বৃহত্তম এয়ারলাইন্স ইন্ডিগো (IndiGo)-র পরপর পাঁচ দিন ধরে চলা ব্যাপক ফ্লাইট-বিভ্রাটে (IndiGo flight disruptions) বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রক (aviation ministry)। শনিবার মন্ত্রক সরাসরি নির্দেশ দিয়েছে, বাতিল হওয়া সব ফ্লাইটের রিফান্ড (IndiGo flight refund) প্রক্রিয়া রবিবার রাত ৮টার মধ্যে যে কোনও পরিস্থিতিতেই শেষ করতে হবে। সময়সীমা মানতে ব্যর্থ হলে তৎক্ষণাৎ শুরু হবে নিয়ম মেনে শাস্তিমূলক ব্যবস্থা।