দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগো বিভ্রাটে ভোগান্তি অব্যাহত (IndiGo flight crisis)। বুধবারও বহু যাত্রী বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সমস্যার মুখে পড়েছেন। উড়ান বাতিলের সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় কঠোর পদক্ষেপ নিল দেশের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA summons IndiGo CEO)। ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর কাছে সব নথি-সহ ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ।
ডিজিসিএ-র তলব ইন্ডিগো সিইওকে