দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ লড়াইয়ের পরে বাংলাদেশ থেকে দেশে ফিরলেও পুরোপুরি স্বস্তিতে নেই নয় মাসের অন্তঃসত্ত্বা সোনালি বিবি (Birbhum's Sonali Bibi)। মালদহ সীমান্ত পেরিয়ে নিজ রাজ্যে ফেরার পরই তাঁকে ভর্তি করা হয়েছিল রামপুরহাট মেডিক্যাল কলেজে। সেখানে চার দিন চিকিৎসার পর বুধবার তাঁকে বাড়ি পাঠানো হয়েছে। কিন্তু সোনালির সবচেয়ে বড় দুশ্চিন্তা, স্বামী ও পরিবারের আরও চার জন এখনও বাংলাদেশেই আটক (Sonali Bibi Husband in Bangladesh)। পরিবারকে পাশে না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ছেন তিনি (যদিও তাঁর আধার কার্ডে নাম রয়েছে সুনালী খাতুন)।