প্রতীতী ঘোষ
এ যেন ধ্রুবর তপস্যা। নিষ্ঠার সঙ্গে তপস্যা করে ভগবান বিষ্ণুর দেখা পেয়েছিলেন ধ্রুব। তাঁর মাথায় হাত রেখেছিলেন বিষ্ণু। শনিবাসরীয় যুবভারতীতে হাজার হাজার ভক্ত টিকিট কেটে মাঠে ঢুকেও মেসির (Messi in Kolkata) দেখা পেলেন না, তখন মেসি দেখা দিলেন ‘শিবে দা-কে’ (Shibe da Ichapur)। ফারাক শুধু একটাই। শিবের মাথায় মেসি নয়, মেসির মাথায় হাত রাখলেন শিবে।
এই শিবেদা পটলডাঙার টেনিদার মতো কাল্পনিক কোনও চরিত্র নয়। তিনি ইচ্ছাপুরে থাকেন। চা বিক্রি করেন। আর সারা বছর ধরে মেসির উপাসনা করেন। এদিন সেই সাধনারই ফল পেলেন। অবশেষে শিবে-মেসিতে সাক্ষাৎ হল শনিবারে।