দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে SIR না হলে বিধানসভা নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী (BJP MLA )।
মন্ডল কমিশনের উদাহরণ টেনে তিনি বলেন, “যেমন দিল্লিতে আগুন জ্বলে উঠেছিল, ঠিক সেই রকমই হবে বাংলায়। নির্বাচন কমিশন দফতের সামনে ধরনায় বসব। জানি না, কমিশন এখানে SIR পুলিশ দিয়ে করবে নাকি সেনা দিয়ে।”
তাঁর সাফ কথা, "এসআইআর ছাড়া বাংলায় ভোট করতে দেব না" (No SIR No Vote, West Bengal)।
#REL