দ্য ওয়াল ব্যুরো: দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্বভাবতই উচ্ছ্বসিত পদ্মশিবির। কারণ, মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন খোদ বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।
তবে রায় প্রকাশ্যে আসার পর এ ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) । বিমানবাবু বলেন, "আমি যতদূর জানি, অধ্যক্ষের রুলিংয়ে হস্তক্ষেপ করা যায় না। সংবিধানের প্রোটেকশন রয়েছে। তা সত্ত্বেও আদালত কী দেখে এই নির্দেশ দিল, রায়ের কপি না দেখে বলতে পারব না।"