দ্য ওয়াল ব্যুরো: করুরের মর্মান্তিক পদপিষ্ট (Stampede Karur) দুর্ঘটনার দু’মাস পর ফের রাজ্যজুড়ে সফর শুরু করতে চাইছেন টিভিকে প্রধান অভিনেতা বিজয় (Vijay)। সেই লক্ষ্যে আগামী ৪ ডিসেম্বর সেলেম জেলায় এক বৃহৎ জনসভার (Rally) জন্য পুলিশের কাছে অনুমতি চাইল দল।
মঙ্গলবার সেলেমের পুলিশ কমিশনারের (Police Commissioner) দফতরে আবেদন জমা দিয়েছেন দলের জেলা সম্পাদক। প্রস্তাবিত তিনটি সম্ভাব্য স্থান— বোস ময়দান, ফোর্ট ময়দান এবং সিলানাইকেনপট্টি এলাকার একটি বেসরকারি মাঠ।
#REL