দ্য ওয়াল ব্যুরো: কারুরের পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪১। হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটরে চিকিৎসাধীন ছিলেন ৬৫ বছর বয়সি সুগুনা। চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না তেমন, মারা যান সোমবার।
সরকারি তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে ১৮ জন মহিলা, ১৩ জন পুরুষ, ৫ জন কিশোরী এবং ৫ জন কিশোর রয়েছে। এর মধ্যে ৩৪ জন কারুর জেলার বাসিন্দা, এড়ো, তিরুপ্পুর ও দিন্দিগুল জেলা থেকে ২ জন এবং সালেম থেকে ১ জন রয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় এক ২ বছরের বাচ্চারও মৃত্যু হয়েছে।
#REL