দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশে টানা প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় (Flash Flood) মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেল। শনিবার প্রাদেশিক দুর্যোগ মোকাবিলা দফতরের (পিডিএমএ) তরফে এই তথ্য জানানো হয়েছে।
গত শুক্রবার প্রবল বৃষ্টির পর আকস্মিক বন্যা ও মেঘভাঙা বৃষ্টিতে বিভিন্ন জেলায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছিল। শনিবার সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩০৭-এ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বুনের জেলায়, সেখানেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৮৪ জন।