দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর করুর জেলায় ভয়াবহ পদপিষ্টে (Stampede) ৪১ জনের মৃত্যু ঘিরে নতুন বিতর্ক। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়ের দল ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK) শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (High Court) দাবি করেছে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
ডিএমকে সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) সরকার জানিয়েছে, ‘‘এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম অভিযোগ প্রমাণ করার মতো কোনও তথ্য নেই।’’