দ্য ওয়াল ব্যুরো: গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে কেষ্টপুরের (Kestopur) হানাপাড়ায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করল বাগুইআটি থানার পুলিশ (Police)। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ৫৩ বোতল বিদেশি মদ (Foreign Liquor)। পুলিশের প্রাথমিক অনুমান, মদগুলি অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
পুলিশ জানিয়েছে, ধৃত অতনু মণ্ডল (২৬) এবং সুরজ রায় (২৪) দু’জনেই উত্তর ২৪ পরগনার নিউ টাউন থানার চাঁদেবেরিয়া এলাকার বাসিন্দা।
#REL