দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের ধর্মস্থল গণকবর কাণ্ডে এ বার বড়সড় মোড়। যে প্রাক্তন সাফাইকর্মী এই ঘটনা জনসমক্ষে এনে দেশের সামনে তুলে এনেছিলেন, সেই অভিযোগকারীকেই এবার গ্রেফতার করল সিট। প্রকাশ্যে এল তাঁর নামও, সি.এন. চিননায়া ওরফে চেন্না।
পুলিশ সূত্রে খবর, মিথ্যা বলার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, তাঁর সমস্ত দাবি ছিল ভুয়ো ও সাজানো।
#REL
চেন্নার নাম প্রথমবার সামনে এল এই ঘটনায়। এতদিন তাঁকে সবাই চিনত ‘মুখোশধারী মানুষ’ নামে, কারণ তিনি নিজের পরিচয় গোপন রেখে সাক্ষী সুরক্ষার দাবি জানিয়েছিলেন।