দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর জ্যৈষ্ঠমাসের শুক্লাদশমীতে আসে দশহরার পুণ্যতিথি। এই দিন একদিকে যেমন দেবী গঙ্গার পুজোর দিন, অন্যদিকে মা মনসার পুজোর সূচনা এই দিনটিতে। সূচনা কারণ দশহরা থেকে টানা এক মাস মা মনসার পুজো করেন অনেকে।
তবে এপার বাংলার থেকেও ওপার বাংলায় মনসা পুজোর চল বেশি। আসলে মনসা তো সর্পদেবী। তাই নদী ও বনজঙ্গল যেখানে বেশি সেখানে সাপের উপদ্রবও বেশি। তাই সাপের ভয়ে ভীত মানুষজন মা মনসার পুজো করে ভক্তি ভরে। মা মনসার কাছে প্রার্থনা করে যাতে পরিবারের কারও সর্পদংশনে মৃত্যু না হয়।
#REL