দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। পানিঘাটা হাইস্কুলে টানটান উত্তেজনা। প্রথমেই গণনা হয়েছে পোস্টাল ব্যালটের। তাতে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। বর্তমানে ১২ রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৫৬ হাজার ৪০৪টি ভোট। বিজেপি পেয়েছে ২৫ হাজার ৪৩৭টি ভোট ও বাম কংগ্রেসের জোট পেয়েছে ১৮ হাজার ৭৭০টি ভোট।
মোট ২৩ রাউন্ড গণনা হবে। নির্বাচন কমিশনের আশা, বেলা সাড়ে ১২টার মধ্যেই সম্পূর্ণ ফল ঘোষণা করা সম্ভব হবে।