দ্য ওয়াল ব্যুরো: রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে (DGP Rajeev Kumar) আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআই আবেদন জানায় সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটি প্রধান বিচারপতি গাভাইয়ের বেঞ্চে ওঠে। শুনানিতে প্রধান বিচারপতি সিবিআইকে প্রথম প্রশ্ন করেন, “ছ'বছর পর এই মামলা কেন তোলা হল?”
সিবিআইয়ের পক্ষে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি অভিযোগ করেন, তদন্তে ইচ্ছাকৃত বাধা দেওয়া হয়েছে। অন্যদিকে, রাজীব কুমারের আইনজীবীর দাবি— এই মামলার আড়ালে তাঁর মক্কেলের সম্মানহানি ঘটানোর চেষ্টা চলছে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার নির্ধারিত হয়েছে।
#REL